সিলেটে দুই দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

 

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরীর নির্দিষ্ট এলাকায় জরুরি বিদ্যুৎ উন্নয়ন কাজের জন্য সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্র ও ১১ কেভি বালুচর ফিডারে বিদ্যুৎ লাইন নির্মাণ ও মেরামত কাজ সম্পন্ন করার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রস্তুতি নিতে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। কাজ শেষ হয়ে গেলেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হবে।

 

বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নের অংশ হিসেবে এই কাজ অত্যন্ত প্রয়োজনীয় এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত চালু করা হবে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ ১)- এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে শেখঘাট উপকেন্দ্রের অধীনস্থ সব ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর জল্লারপাড়, ক্বিন ব্রিজ, নবাব রোড, লালা দীঘির পাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউস এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া, সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগর দীঘিরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়া পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, লালাদীঘির পাড়, নবীন আবাসিক এলাকা ও ভাঙ্গাটিকর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

বিউবো জানিয়েছে, কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, সিলেট বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ ২)- এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ বিউবো সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন নিম্নোক্ত ১১ কেভি ফিডার সমূহের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ সহ রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালার শাখা প্রশাখা কর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, বিউবো, সিলেট কর্তৃক উন্নয়নমূলক কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

১১ কেভি বালুচর ফিডারের লাইনের আওতাধীন- বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশেপাশের এলাকাসমূহ। এখানে উল্লেখ্য যে, নিরাপত্তার স্বার্থে উক্ত সাট-ডাউনের সময়কালীন সময় লাইন চালু বলিয়া গন্য হইবে।

 

নির্ধারিত সময়ের পূর্বে কার্য্য সম্পাদন হইলে তাৎক্ষণিক ভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হইবে। সম্মনিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain