শিরোনাম :
দল যাকে মনোনয়ন দিবে ধানের শীষকে বিজয়ী করতে হবে-এম এ মালিক লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে চা বাগান পরিবারের শিশুদের ফ্রি খৎনা কিছু উপদেষ্টার আচরণে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে: হুমায়ুন কবির বিশ্বনাথ উপজেলার বিভিন্ন রাস্তা পরিদর্শন ও বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ টুকেরবাজারে এড. সামসুজ্জামান জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ টাঙ্গুয়া যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত সিলেটে দুই দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে-সিলেট চেম্বারের নির্বাচন সিলেটে অবৈধ পার্কিং দখলমুক্ত করার দাবীতে-কমিশনার বরাবরে স্মারকলিপি সাংবাদিক রফিক সরকারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

কিছু উপদেষ্টার আচরণে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে: হুমায়ুন কবির

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। শুক্রবার হযরত শাহ জালাল (রহঃ) এর দরগা মসজিদে পবিত্র জুমআর নামাজের পর মাজার জিয়ারত করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত৷ শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তাঁর নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি।

পিআর বা গণভোট নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলেও এসময় মন্তব্য করেন তিনি।

মাজার জিয়ারতকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বুধবার দলের যুগ্ম মহাসচিব করা হয়। তিনি এই দায়িত্বে থেকে দলটির আন্তর্জাতিক বিষয়কগুলো দেখভাল করবেন বলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এরপর শুক্রবার সিলেট এসে তিনি মাজার জিয়ারত করেন।

হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন। এরপর তিনি হয়ে উঠেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তিনি বিএনপির প্রতিনিধি হয়ে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে দেশবাসীর নজর কাড়েন।

হুমায়ুন কবির সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এই আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসীনা রুশদীর লুনা। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী লুনা দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের একটি আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন হুমায়ুন কবির, সম্পতি এমনটি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর হুমায়ুন কবির জানিয়েছেন, নির্বাচন করলে তিনি সিলেট-২ আসন থেকেই করবেন। তার এই ঘোষণায় বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর নিয়ে গঠিত সিলেট-২ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain