অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা আজ সময়ের দাবি। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি মানুষ সমঅধিকারে অংশগ্রহণের সুযোগ পাবে, এবং রাষ্ট্র হবে জনগণের প্রকৃত সেবক। ধানের শীষে ভোট দেওয়া মানে শুধু একটি দলকে নয়, জনগণের অধিকার, স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে ভোট দেওয়া। ধানের শীষ আজ জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের প্রতিশ্রুতি এবং জনগণের মুক্তির চাবিকাঠি।
শুক্রবার সন্ধ্যায় পূর্ব জাফলং ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে মিফতাহ্ সিদ্দিকী বলেন, এই তিন উপজেলা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বছরের পর বছর অবহেলিত। আমরা এমন একটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চাই যা মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত—গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা, কৃষি ও খনিজ সম্পদ ব্যবস্থাপনা, নদীখাল সংস্কার এবং পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে এ অঞ্চলকে একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। বর্তমান সরকারের সময়ে শ্রমিকরা সবচেয়ে বেশি বঞ্চিত। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। কারণ বিএনপি বিশ্বাস করে—দেশের উন্নয়ন তখনই টেকসই হবে, যখন শ্রমিক, কৃষক ও নিম্নআয়ের মানুষ প্রকৃতভাবে উন্নয়নের সুফল ভোগ করবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। এটাই হবে মুক্তির পথ, উন্নয়নের পথ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ।
পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে, ও মোঃ ইয়াসিন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- আব্দুর রাজ্জাক, সুলতান আহমদ, বিলাল আহমদ, লোকমান আহমদ প্রমুখ।