অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম বলেছেন, ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। গণতন্ত্রে উত্তরণ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। ধানের শীষে ভোট দিয়ে এ দেশের মানুষ কখনো প্রতারিত হয়নি। বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে।
তিনি রবিবার (২৬ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকের বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে তিনি পথসভায় প্রধান অতিতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারেক রহমান একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন। যেখানে মানুষ শান্তিতে থাকবেন, কোনো নাগরিক তার অধিকার বঞ্চিত হবেন না।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নাফের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য পাবেল আহমদ এর সঞ্চালয়নায় পথসভার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সিকান্দর আলী, সহ-সভাপতি শুকুর আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের, ১ নং ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শরিফ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ বাবুল, উপজেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক আল মোমেন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন আহমদ, উপজেলা কৃষক দলের প্রস্তাবিত কমিটির সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক রতন মিয়া, সদস্য রফিকুল ইসলাম, আব্দুল লতিফ বিরাই, ফারুক আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ন আহবায়ক শাহজাহান, ১ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি মিজানুর রহমান মিজান, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা রুহুল আমিন, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি আল-আমিন সারোয়ার, উপজেলা ছাত্রদল নেতা জুরহান আহমদ, শাহজাহান, ১নং ইসলামপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক রেজাউল হক রাজু, ৩ নং তেলিখাল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এলাইস আহমদ, ছাত্রদল নেতা তোফাজ্জল হোসেন, মওদুদ আহমদ, এনামুল হক, রিদয় আহমদ, আখতার হোসেন, জিহাদ আহমদ, সামিউল বাসিত, কোম্পানীগঞ্জ থানা কৃষকদল নেতা হারুনুর রশিদ, আব্বাস আলী, হেদায়েতুল্লাহ, সিরাজুল ইসলাম সহ বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ সহ বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সহ সভাপতি মাহবুব কাদির শাহী, মিলন আহমদ শাহ সাইদুর রহমান হিরো, আশরাফ গাজী, আবু কয়সর, লোকমান আহমদ, সাজ্জাদ আহমদ, আলমগীর বখত চৌধুরী শোয়েব, নজরুল ইসলাম, সাইফুল হাসান শোয়েব, আব্দুল মোতাকাব্বির চৌধুরী শাকিব, রুমান আহমদ রাজু, রুবেল ইসলাম, রাফি ইসলাম, ফাহাদ আহমদ, সানি আহমদ চৌধুরী. রুমেল আহমদ রাসেল প্রমুখ।