শিরোনাম :
কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফেরত দিলেন বিএনপি নেতা শ্রমিকদের কল্যাণে বিএনপি অতীতের মত ভবিষ্যতেও কাজ করবে : খন্দকার মুক্তাদির জমকালো আয়োজনে মহানগর কম্পিউটার কারিগরি ও যুব উন্নয়নের সফলতার ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখছে রোটারিয়ানরা: প্রফেসর আকমল হোসেন সিলেট জালালাবাদ গ্যাস অফিসে কর্মশালা সম্পন্ন বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে : বদরুজ্জামান সেলিম সিলেট কর্তৃক অভ্যন্তরীণ সেবা প্রত্যাশীদের অংশগ্রহণে গণ-শুনানী গোয়াইনঘাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণ সমাবেশ: গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণের আহ্বান: হাকিম চৌধুরীর সিলেটে খুনের আসামী চট্টগ্রামে গ্রেফতার করেছে র‌্যাব

কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফেরত দিলেন বিএনপি নেতা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

সংবাদদাতা, মধ্যনগর ::: সুনামগঞ্জ–১ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির নেতা কামরুজ্জামান কামরুলকে নির্বাচনে খরচের জন্য ১০ লাখ টাকার একটি চেক দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন নূর কাসেম (৩৭) নামের এক কর্মী।

কামরুজ্জামান কামরুল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বাড়ি তাহিরপুর উপজেলায়।

শনিবার(২৫ অক্টোবর) বিকেলে নির্বাচনী এলাকা জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে আয়োজিত এক সমাবেশ মঞ্চে বিএনপির কর্মী নূর কাসেম নির্বাচনে খরচের জন্য কামরুজ্জামানের হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন।

নূর কাসেম নামের বিএনপির ওই কর্মীর বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের মান্দিয়াতা গ্রামে। মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি মূলত পেশায় কৃষক। তবে ইট কেনাবেচার ছোটখাটো ব্যবসা আছে তাঁর। লেখাপড়া জানা নেই। কোনোমতে স্বাক্ষর করতে পারেন। তিনি বিএনপিতে তেমন সক্রিয় না হলেও তাঁর বাবা প্রয়াত মো. সামসুদ্দিন বিএনপির রাজনীতি করতেন। ব্যক্তিগত জীবনে তাঁর স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে আছে।

১০ লাখ টাকার চেক দেওয়ার বিষয়ে নূর কাসেম বলেন, ‘আমি ওনারে (কামরুল) ভালা পাই। উনি গরিবের লাগি ভালা। তাই মনের আবেগে দিছিলাম।তাই আইজ(রবিবার) আমারে চেকটা ফিরত দিছইন। আমার অত টেকা নাই। তয় যদি তাইনের টেকা লাগে, শ্রীপুর বাজারে আমার একটা ভিটা আছে, ইটা বিক্রি কইরা তাইনেরে টেকা দিমু।’

তাহিরপুর থেকে জামালগঞ্জে গিয়ে কেন চেক দিলেন জানতে চাইলে নূর কাসেম জানান, তিনি সমাবেশ দেখতে গিয়েছিলেন। মানুষ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তিনি একটি মালা ও চেক তুলে দেন কামরুজ্জামানের হাতে। এখন বিষয়টি নিয়ে অনেকেই অনেক কথা বলছেন জানিয়ে নূর কাসেম বলেন, ‘আমি খারাপ মানুষ না। কাম করি খাই। আমার কোনো ধান্দা নাই। আমি শিক্ষিত না, রাজনীতি অততা বুঝিও না। মন থাকি ওনারে ভালা পাই। এর লাগি দিছিলাম।’

বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুল জানান, বিষয়টি তিনি নেতা–কর্মীদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। কামরুল বলেন, সমাবেশে হাজার হাজার লোক ছিলেন। কেউ ফুল, কেউ কাগজ, কেউ টাকার মালা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ ১০, কেউ ১০০, কেউ ৫০০ টাকার নোটের মালা দিয়েছেন। তেমনি নূর কাসেম হঠাৎ মঞ্চে এসে তাঁকে ১০ লাখ টাকার একটি চেক দিয়েছেন।

নূর কাসেমের বিষয়ে কামরুজ্জামান বলেন, ‘এটি দলের প্রতি, আমার প্রতি তাঁর (নূর কাসেম) ভালোবাসা। আমি তাঁর ভালোবাসাটা গ্রহণ করেছি, চেকটি ফেরত দিয়েছি। আজ (রোববার) বিকেলে আমার একটি কর্মসূচি ছিল সেখানে ওই কর্মীর হাতে চেকটি ফেরত দিয়েছি।’

উল্লেখ্য, গতকাল(২৫ অক্টোবর) বিকেলে বিএনপির ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে এই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কামরুজ্জামান
কামরুল। একপর্যায়ে কর্মীরা তাঁকে ফুল ও টাকার মালা গলায় দিয়ে শুভেচ্ছা জানান। তখন নূর কাসেম নামের এক কর্মী মঞ্চে উঠে কামরুজ্জামানের হাতে নির্বাচনে খরচের জন্য একটি চেক তুলে দেন। কামরুল সেটি হাতে নিয়ে দেখেন, ১০ লাখ টাকার চেক। পরে তিনি চেকটি সমাবেশে উপস্থিত দলের নেতা–কর্মীদের দেখান।

জানা গেছে, সুনামগঞ্জ -১ আসনে বিএনপির তৃনমূল কর্মী ও তরুনদের কাছে ব্যাপক জনপ্রিয় কামরুজ্জামান কামরুল ছাত্রজীবন থেকেই হাওর জনপদে খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। সম্প্রতি বিভিন্ন উপজেলায় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত তৈরির লক্ষে তার উপস্থিতিতে অনুষ্ঠিত জনসমাবেশে ব্যাপক লোকসমাগম হতে দেখা যায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain