শিরোনাম :
সিলেটে একমাসে ১২১ জনের ডেঙ্গু, টানা তিন মাস মশকনিধন অভিযান চালাবে সিসিক সিলেটে ই-রিটার্ন দাখিল বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেটে ২৬ জনের নাম বাদ পড়লো জুলাইযোদ্ধার তালিকা থেকে সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক দোয়ারাবাজারে উঠান বৈঠকে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ বিয়ানীবাজার উপজেলার গরিব ও অসহায় পরিবারের মাঝে ঢেঊটিন বিতরণ ছাতক সমিতি সিলেট এর প্রবাসী কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান সংবর্ধিত গোয়াইনঘাটে জমি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত আহত ১০ শহীদ জিল্লুল হক জিলু ইউনিটের আয়োজনে সৌদি প্রবাসী শেখ সম্রাটকে সংবর্ধনা সিলেট চেম্বার নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় নগরীতে ব্যবসায়ী ফোরামের আনন্দ র‌্যালি

দোয়ারাবাজারে উঠান বৈঠকে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের হাজারীগাঁও পয়েন্টে উঠান বৈঠকে লিফলেট বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (২৯ অক্টোবর) বিকালে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীগণ উঠান বৈঠক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান তালুকদার। সঞ্চালনা করেন জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম। এতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শামসুল হক নমু ও আলহাজ এম এ বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, তারেক আজিজ, যুবদলের আহ্বায়ক মাধব রায়, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাব প্রমুখ।
কলিম উদ্দিন আহমদ মিলন তার বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।যার মাধ্যমে প্রতিটি পরিবার স্বল্পমূল্যে নিত্যপণ্য, চিকিৎসা ও শিক্ষাসহ মৌলিক সেবা পাবে। এছাড়া এক কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে মিলন বলেন, আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচার করতে।
উঠান বৈঠক শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করার ঘোষণা দেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain