শিরোনাম :
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় না করার নির্দেশনা মহানগর ও জেলা বিএনপির সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাসের মনোনয়ন ফরম সংগ্রহ পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত তারেক রহমানের -অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত আমীন তৌহিদ এর উদ্যোগে দোয়া ও শীত বস্ত্র বিতরণ তারেক রহমানকে বরণ: সিলেট থেকে ঢাকামুখী বিএনপি নেতাকর্মী বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নে বরাদ্ধ অনেক বাড়ানো হবে-সিলেট জেলা প্রেসক্লাবে মতবিনিময়কালে মুক্তাদির সিলেট মহানগর বিএনপির প্রস্তুতি সভায় খন্দকার মুক্তাদির ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গোয়াইনঘাটে একই মঞ্চে দুই আরিফুল হক- হাকিম চৌধুরী সিলেটে ৭ দিনের মধ্যে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ- পুলিশ কমিশনার

সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উদ্ধার করা দুটি ডেটোনেটর ও ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় বিজিবি এগুলো নিষ্ক্রিয় করে।

 

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের নিরাপত্তা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সীমান্ত থেকে দূরবর্তী একটি নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এর আগে গত ৩১ অক্টোবর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি বালুর স্তূপের নিচ থেকে লুকানো অবস্থায় একটি বিদেশি রিভলবার, দুটি ডেটোনেটর এবং ২৫০ গ্রাম ওজনের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা রিভলবারটি নিয়ম অনুযায়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।

 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain