অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জুলাই সনদের আইনী ভিত্তি ছাড়া নির্বাচন জুলাই শহীদ ও আহতদের সাথে প্রতারণার শামিল। তাই নির্বাচনের আগেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। আগামী নির্বাচনে ইনসাফ ও উন্নয়নের সমাজ বিনির্মাণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে কাজ চালিয়ে যেতে হবে।
তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে নগরীর দরগাহ মহল্লা এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী থানা পশ্চিমের ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অর্নব সমাজ কল্যাণ সংঘের সভাপতি ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শহীদুল ইসলাম সাজু, কোতয়ালী থানা পশ্চিম জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারি আয়কর আইনজীবী পারভেজ আহমদ, ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী চৌধুরী নিয়াজ মো: আজিজুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃতি ফুটনলার রুবেল আহমদ নান্নু ও রেমিট্যান্স যোদ্ধা সুমন আহমদ।
উপস্থিত ছিলেন অর্নব সমাজ কল্যাণ সংঘের সেক্রেটারী মো. সুনু মিয়া, ট্রেজারার সেলিম আহমদ, স্থানীয় মুরুব্বি হাজি মনু মিয়া, আবুল হাসনাত, কয়ছর আহমদ, আতিকুর রহমান ও জুনেল আহমদ প্রমুখ।