শিরোনাম :
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় না করার নির্দেশনা মহানগর ও জেলা বিএনপির সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাসের মনোনয়ন ফরম সংগ্রহ পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত তারেক রহমানের -অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত আমীন তৌহিদ এর উদ্যোগে দোয়া ও শীত বস্ত্র বিতরণ তারেক রহমানকে বরণ: সিলেট থেকে ঢাকামুখী বিএনপি নেতাকর্মী বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নে বরাদ্ধ অনেক বাড়ানো হবে-সিলেট জেলা প্রেসক্লাবে মতবিনিময়কালে মুক্তাদির সিলেট মহানগর বিএনপির প্রস্তুতি সভায় খন্দকার মুক্তাদির ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গোয়াইনঘাটে একই মঞ্চে দুই আরিফুল হক- হাকিম চৌধুরী সিলেটে ৭ দিনের মধ্যে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ- পুলিশ কমিশনার

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং মতাদর্শের মধ্যে সমন্বয় অপরিহার্য। এর মাধ্যমে সকল মানুষের মধ্যে শান্তি এবং সহাবস্থানের সুযোগ তৈরি হয়। নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে থাকে। তাদের মূল লক্ষ্য হলো ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি স্থাপন এবং পারস্পরিক শ্রদ্ধা।
গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর বাগবাড়িস্থ শ্রী শ্রী দুর্গা মন্দিরে শ্রী বিভূষিত জগদগুরু শ্রী নিম্বার্কচার্য্য এর ৫১২১ তম জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষ্যে ‘নিম্বার্ক দর্শনে অহিংসা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিষ্ণুপদ রায় চৌধুরী (পিআরএল)।
শাবিপ্রবির প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে ও সিলেট সরকারি মহিলা কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী শ্রীমতি অনুধারা চৌধুরীর পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শ্যামল চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ্রীযুক্ত রিংকু তালুকদার, মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সহ সভাপতি প্রকৌশলী সুধাময় দেব, শ্রীমৎ ১০৮স্বামী বংসী দাস কাঠিয়া বাবাজী মহারাজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বিভু ভূষণ সেন, সরকারী পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক শীলা শাহা। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain