অনুসন্ধান ডেস্ক ::: দেশের একসময়ের আলোচিত র্যাবের ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হয়ে আসার পর একের পর এক পদক্ষেপ নিয়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন। সিলেটকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী করতে তার গৃহীত একের পর এক পদক্ষেপ গোটা সিলেটজুড়ে ব্যাপক প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আবারও তিনি ঝাড়ু হাতে নেমেছেন সিলেটের রাস্তায়। শনিবার সকালে পর্যটন তারুণ্য উৎসব উপলক্ষে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে দেখা গেল এমন ব্যতিক্রমী চিত্র।
নিজ হাতে ময়লা পরিষ্কারের কাজ করে তিনি বললেন, ‘এই শহর আমাদের সবার, পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই।’
নগর পরিষ্কারে তিনি শুধু নির্দেশনাই দেননি, নিজ হাতে ময়লাও পরিষ্কার করেছেন।
সিলেটে প্রশাসনিক পালাবদলের পর স্পষ্টভাবে একটি পরিবর্তনের হাওয়া বইছে। প্রশাসনিক ক্ষেত্রে নতুন গতি সঞ্চার হয়েছে। সিলেটের নাগরিক জীবনকে রীতিমতো অসহনীয় করে তোলা নানা সমস্যার মূলোৎপাটনে মাঠে নেমেছেন এই মানবিক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
তিনি দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সাদা পাথর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পাথর উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর স্টক জব্দ করার মাধ্যমে আলোচনায় আসেন। ওই সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে-ই অবৈধভাবে পাথর উত্তোলন করবে, তার ‘জীবন ফানা-ফিল্লাহ করে দেবেন’। এরপর থেকে পাথরকাণ্ডে জড়িতরা গা ঢাকা দিতে শুরু করে।
ডিসির উদ্যোগে ইতিমধ্যে সিলেট নগরের বিভিন্ন অংশে অবৈধ দখল উচ্ছেদ, খাল ও ফুটপাত উদ্ধার, জনসচেতনতা বৃদ্ধিতে সরাসরি অংশগ্রহণ, ওসমানী হাসপাতাল পরিদর্শন, বিমানবন্দরে ওয়াইফাই চালু এবং পরিবেশ সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে। এমনকি ইতিপূর্বে তিনি নিজে হাতে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে সিলেট সাইকেলিং কমিউনিটির সহযোগিতায় অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে ভলান্টিয়ার অব বাংলাদেশ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিডি ক্লিন বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।’