শিরোনাম :
নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির মাজার জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন এমরান চৌধুরী সিলেট সিটি নির্বাচনে অংশ নেওয়া ৪৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি সিলেট-৪ আসনে মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ টানা-পোড়েন তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা সিলেটে দেওয়ানী আদালতে মামলা নিষ্পত্তির হার ১০৫ শতাংশ দিনব্যাপী ধানের শীষের প্রচারণায় খন্দকার মুক্তাদির বিএনপি চায় বাংলাদেশকে একটি সুশৃঙ্খল ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে-তাহসিনা রুশদীর লুনা রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধনে-ডিসি সারওয়ার আলম ১১ দফা দাবির বাস্তবায়নের দাবিতে সিলেটে সিপিবির সমাবেশ

নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং সিলেটকে ব্যবসায়ীক অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো। অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সিলেটের ব্যবসাদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকল ব্যবসায়ীদের নিয়ে পরিকল্পনা করে কাজ করবো। ইনশাআল্লাহ গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় দেশর অর্থনীতি দ্রুত অগ্রগতির দিকে যাবে। দেশকে এগিয়ে নিতে হলে আগে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশে বিনিয়োগ না হলে বেকারত্ব আরও বাড়বে, যা সামাজিক বিশৃঙ্খলা বাড়াবে।
তিনি রবিবার (৯ নভেম্বর) সকালে নগরীর কালীঘাট ডাকবাংলা রোড থেকে শুরু করে শাহচট, আমজদ আলী রোড, মহাজনপট্টি, কাস্টঘর, লালদিঘীরপাড়, হকার মার্কেট, ব্রক্ষয়বাজার, সিটি মার্কেটসহ বিভিন্নস্থানে দিনব্যাপী গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মোনিম সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুদ্দোজা বদর, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন. সহ-সাধারণ সম্পাদক মো. ফোবেব হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন সামুন, প্রচার সম্পাদক ইমতিয়ার হোসেন আরাফাত, দপ্তর সম্পাদব আব্দুল হক, দিলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain