শিরোনাম :
বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের হোসেনপুরে উঠান বৈঠক-এম এ মালিক আমরা জনগণের সেবা করে জান্নাতে যেতে চাই-ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরে’র নির্বাচনী মতবিনিময় সভায়—আফসর খান জাফলংয়ে অনলাইন জুয়ার দায়ে চার যুবকের কারাদণ্ড সিলেট কলিঘাটে শ্রমজীবি মানুষের সাথে মতবিনিময় সভায়-খন্দকার মুক্তাদির সিলেট খাদিমপাড়ায় বেদখল হওয়া ৩০ একর সরকারি জমিতে উদ্ধার, গ্রেপ্তার ৩ বাংলাদেশ খেলাফত মজলিস ৭নং ওয়ার্ড উত্তরের দাওয়াতি মাহফিল অনষ্ঠিত বিগত ১৭ বছর যে উন্নয়ন হওয়ার কথা তার ছিটেফোঁটাও গোয়াইনঘাটে লাগেনি-আরিফুল হক চৌধুরী সিলেটে এসএমপি ও রাউন্ড টেবিল বাংলাদেশের সাইকেল র‌্যালি বিএনপি সরকার গঠন করলে সিলেটে আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন করা হবে-খন্দকার মুক্তাদির ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরে’র নির্বাচনি প্রচারণায়-আফসর খান

বিগত ১৭ বছর যে উন্নয়ন হওয়ার কথা তার ছিটেফোঁটাও গোয়াইনঘাটে লাগেনি-আরিফুল হক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমি বিএনপির সাথে প্রায় ৪৭ বছর ধরে আছি। কোনদিনও বিএনপির সিদ্ধান্তের বাইরে আমি যাইনি। দলের সিদ্ধান্তে আমি আপনাদের খেদমতে এসেছি। কারণ বিগত ১৭ বছর যে উন্নয়ন হওয়ার কথা তার ছিটেফোঁটাও গোয়াইনঘাটে লাগেনি। খনিজ সম্পদে ভরপুর এই এলাকার মানুষ উন্নয়ন এবং কর্মসংস্থান থেকে বঞ্চিত।
আমি আসার আগে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলে এসেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন আমার নির্বাচনী এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে সার্বিকভাবে এই এলাকার চিত্র বদলে যাবে।
শনিবার গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী নির্বাচনী আলোচনা, পথসভা, গণসংযোগ ও প্রচারনাকালে তিনি একথাগুলো বলেন।
এছাড়াও গোয়াইনঘাট উপজেলায় একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে নেতৃত্বে ছিলেন আরিফুল হক চৌধুরী।
এর আগে গোয়াইনঘাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, শ্রমিকদল সহ অঙ্গসংগঠনে উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব খালেদ আহমদ এবং সদস্য আলীম উদ্দিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম, তোয়াক্কুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, থানা বিএনপির সদস্য সাহেদ মেম্বার, যুবদল আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামান, তাঁতী দলের আহবায়ক এডভোকেট লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া রব্বানি, যুগ্ম আহবায়ক নির্মল কুমার দে মনি, ৫নং পূর্ব আলীর গাও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সমছির আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা মহিল দলের মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নেছা, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জিয়া সাংস্কৃতি দলের সভাপতি আবুল হোসেন, মহানগের সদস্য সুলেমান আহমদ।
এছাড়াও দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণাকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির সাংগঠিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা কাজী মুজিবুর রহমান, সিলেট জেলা শ্রমিকদের সভাপতি সুরমান আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, সিলেট জেলা শ্রমিকদের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জিএম শফিক আহমদ, প্রচার সম্পাদক হারুনুর রশীদ হারুন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, এডভোকেট নজরুল ইসলাম, মো. ইমতিয়ার হোসেন আরাফাত, আতাউল গনি উমন, ফয়েজ আহমদ, একরাম হোসেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain