শিরোনাম :
হবিগঞ্জে মাকে হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে ২০ বছর পর সিলেটে গ্রেপ্তার খন্দকার মুক্তাদিরকে পাশে পেয়ে উল্লসিত চা-শ্রমিকরা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সিলেটে আনন্দ মিছিল শেখ হাসিনার মৃত্যুদণ্ড আটাব সিলেট জোনের সাধারণ সদস্যবৃন্দের মতবিনিময় সিলেটে বিপ্লবী সাহিত্য পরিষদের আদি নববর্ষ উদযাপন সিলেটে মধ্যরাতে পাঠানটুলায় গ্যারেজে আগুন, ১২ টি গাড়ি পুড়ে ছাই আওয়ামী সন্ত্রাসীদের ষড়যন্ত্রে প্রতিবাদ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ৩১ দফা ও খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ১৩নং ওয়ার্ড যুবদলের প্রচারপত্র বিলি গণসংযোগ, সনাতনী সম্প্রদায় ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

খন্দকার মুক্তাদিরকে পাশে পেয়ে উল্লসিত চা-শ্রমিকরা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির পাশে পেয়ে উল্লসিত চা-শ্রমিকরা। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় হঠাৎ খাদিমের চা বাগান গুলোতে গিয়ে উপস্থিত হন তিনি। সবার সাথে আলাপ ও কুশ-গল্পে তাদের মনের কথা শুনেন। খন্দকার মক্তাদির চা শ্রমিকদের পাশে বসে চা খেয়ে গল্পে মেতে উঠেন। কথা বলেন নানা বিষয়ে। চা শ্রমিকদের সকালের বাস্তবতার মধ্যে সবাইকে নিয়ে সেলফিতে মেতে উঠেন।
ভোরের আলো ফোটার সাথে সাথে চা শ্রমিকরা কাজে বেরিয়ে পড়েন। তারা মাইলের পর মাইল হেঁটে চা পাতা তোলার জন্য বাগানে যান। শ্রমিকরা ন্যুনতম মজুরি ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা উন্নত বেতন, রেশন, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধার দাবিতে প্রতিনিয়ত আন্দোলন করতে হয় বলে জানান খন্দকার মুক্তাদিরকে। এসময় তিনি বলেন, চা -শ্রমিকদের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। শ্রমিকরা যাতে স্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বসবাস করতে পারেন সেজন্য কাজ করবো আমরা। বেতন, রেশন বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাকরির নিশ্চয়তায় ও স্থায়ীভাবে জমি বরাদ্দসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি।
এসময় সাথে ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক জাহেদ আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain