গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেছেন, স্কাউটিং একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।এটি এমন এক জীবনমুখী শিক্ষাব্যবস্থা, যা একজন শিক্ষার্থীর জীবনে ইতিবাচক পরিবর্তন এনে তাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে।
তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে, যা পরিবার, সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্বশীল করে তোলে। স্কাউটরা বিভিন্ন শিক্ষামূলক, স্বেচ্ছাসেবামূলক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্কাউটসরা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে স্কাউট আদর্শের প্রতিফলন ঘটাবে ও দেশের উন্নয়ন কাজে একজন প্রকৃত দেশপ্রেমিক ও স্বেচ্ছাসেবী হিসেবে আত্মনিয়োগ করবে বলে আশা করছি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে প্রকৃতিকন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপের ৩য় বর্ষপূর্তি ও স্কাউট ডেন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও রতন কুমার অধিকারী।
এ সময় তিনি লর্ড ব্যাডেন পাওয়েলের আদর্শ ও দীক্ষা অনুসরণ করে মানবতার সেবায় এগিয়ে আসতে স্কাউটদের আহ্বান জানান। একই সাথে উপজেলার বিভিন্ন প্রতিকূলতায় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করায় প্রকৃতিকন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের ধন্যবাদ জানান।
প্রকৃতিকন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি বাবলু বখত’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা স্কাউটস এর সম্পাদক মো. সারোয়ার্দী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গোয়াইনঘাট সাব জোনাল অফিসের এজিএম মো. শহীদুল ইসলাম, জাফলং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মিয়া, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, শিক্ষক রিয়াজ উদ্দিন, জাফলং ছাত্র সংসদের সভাপতি নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাকিব আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা স্কাউট এর যুগ্ম সম্পাদক রাজিব মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, ইউপি সদস্য দৌলত খাঁ, নাজমা বেগম, গোয়াইনঘাট থানার এএসআই শাহ জাহান, সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান আরিফ, বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব আলী, সাকিব আহমদ, রেড ক্রিসেন্ট সোসাইটি গোয়াইনঘাটের সদস্য ইমরান আহমদ, প্রকৃতি কন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট লিডার আলম মিয়াসহ অন্যান্যরা। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।