শিরোনাম :
সিলেটের যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না আগামী নির্বাচন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের ভবিষ্যৎ নির্ধারণ করবে : মিফতাহ্ সিদ্দিকী ৬ ডিসেম্বর শনিবার ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন-এডভোকেট জুবায়ের সিলেটে বিক্ষোভ সমাবেশে অ্যাডভোকেট জামান জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা আমার অগ্রাধিকার: আব্দুল মালিক খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সযোগী সংগঠনের প্রচার মিছিল সিলেটস্থ জগন্নাথপুর-শান্তিগঞ্জবাসীর সাথে ইয়াসীন খানের মতবিনিময় বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি পূর্ণ গঠন

সিলেটস্থ জগন্নাথপুর-শান্তিগঞ্জবাসীর সাথে ইয়াসীন খানের মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খান বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমাকে সুনামগঞ্জ- ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার গ্রামে গ্রামে ছুটছি। মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় আমি আবেগাপ্লুত। জনগণের এই নিঃস্বার্থ ভালোবাসা আমাকে পথ চলতে প্রেরণা জোগাচ্ছে। আমি এই মাটির সন্তান। একটিবার আমাকে সুযোগ দিন। আমি আপনাদের নিয়ে কাংখিত উন্নয়ন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জ-৩ আসনের জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।

বিশিষ্ট আলেমে দ্বীন জগন্নাথপুরের কৃতি সন্তান মুফতী আলী হায়দারের সভাপতিত্বে ও এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল খান সৌরভের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। সভায় সিলেটে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ অংশ নেন।

মতবিনিময় সভায় সিলেটে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আম্বরখানা হোটেল পলাশের চেয়ারম্যান এম এ হারুন, মো. ফারুক মিয়া, আজাদুর রহমান, মাস্টার জিল্লুর রহমান, শ্রমিক নেতা ময়না মিয়া, আখলাক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ ও সেক্রেটারী দিলওয়ার হোসাইন, জগন্নাথপুর উপজেলা আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমীর মাওলানা দরস উদ্দিন, জগন্নাথপুর পৌরসভা জামায়াতের সভাপতি আ হ ম ওয়াীউল্লাহ, সমাজসেবী মাসুক মিয়া, উস্তার মিয়া, সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতির সভাপতি কবিরুল ইসলাম, নাসির উদ্দিন, শিক্ষাবিদ হারুন মিয়া, কবি এমদাদুল হক, কবি আজমল আহমদ, রেজওয়ান আহমদ, শরিফ আহমদ, রাহী উদ্দীন কামালী, জহির উদ্দীন মাসুদ, নোমান আহমদ, শাহ মো. তাজুল, সাইদুল ইসলাম, আলমগীর হোসেন, সাইদুল ইসলাম সাইদ, সাইদ সুমন, আব্দুল ওয়াদুদ ও রেজাউল করিম রিপন প্রমূখ।

আমন্ত্রিত অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ছাত্রনেতা এডভোকেট ইয়াসীন খান ছাত্রশিবিরের রাজনীতির মাধ্যমে সবসময় মানবতার কল্যাণে কাজ করেছেন। সুনামগঞ্জ-৩ আসনে তাঁকে নির্বাচিত করলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর কল্যাণ নিশ্চিত হবে। সবাইকে নিয়ে কাংখিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain