শিরোনাম :
সিলেটের যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না আগামী নির্বাচন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের ভবিষ্যৎ নির্ধারণ করবে : মিফতাহ্ সিদ্দিকী ৬ ডিসেম্বর শনিবার ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন-এডভোকেট জুবায়ের সিলেটে বিক্ষোভ সমাবেশে অ্যাডভোকেট জামান জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা আমার অগ্রাধিকার: আব্দুল মালিক খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সযোগী সংগঠনের প্রচার মিছিল সিলেটস্থ জগন্নাথপুর-শান্তিগঞ্জবাসীর সাথে ইয়াসীন খানের মতবিনিময় বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি পূর্ণ গঠন

আগামী নির্বাচন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের ভবিষ্যৎ নির্ধারণ করবে : মিফতাহ্ সিদ্দিকী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে গণতন্ত্র, সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন যাত্রা শুরু করেছিলেন এবং তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার ভিত্তিকে সুদৃঢ় করেছিলেন, সেই পথকে আধুনিক ও যুগোপযোগী রূপ দিয়েছেন তারেক রহমানের প্রণীত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি। এই ৩১ দফা আজ জনগণের ন্যায্য অধিকার, সুশাসন প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের নিরাপত্তার বাস্তব রূপরেখা হয়ে দাঁড়িয়েছে। দেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে; যেখানে শ্রমিক থেকে ব্যবসায়ী, কৃষক থেকে যুবক—প্রত্যেকে নিজের অধিকার ও সম্মান ফিরে পাবে। আর সেজন্যই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

শুক্রবার রাতে জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাটা ইউনিয়নের বিভিন্ন বাজারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণকালে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এই তিন উপজেলা শুধু প্রাকৃতিক সম্পদেই সমৃদ্ধ নয়, এখানে রয়েছে সীমাহীন উন্নয়ন সম্ভাবনা। বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে প্রাকৃতিক সম্পদকে বৈজ্ঞানিকভাবে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন, পর্যটন অঞ্চলসমূহে ইকো-ট্যুরিজম বিস্তার, নিরাপদ যোগাযোগব্যবস্থা ও আধুনিক অবকাঠামো তৈরি; কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও সীমান্তবাণিজ্যসহ প্রত্যেক সেক্টরে স্থানীয় জনগণের আয় বাড়ানোর উদ্যোগ গ্রহণ; শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি, হয়রানি বন্ধ, পাথর শিল্পে নিরাপদ কর্মপরিবেশ ও কর্মসংস্থান তৈরিতে বাস্তবসম্মত নীতি বাস্তবায়ন করা হবে। তাই আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এই নির্বাচন জৈন্তাপুর–গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জের ভবিষ্যৎ নির্ধারণ করবে। উন্নয়ন, গণতন্ত্র, শ্রমিকের অধিকার ও জনগণের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মামুনুর রশীদ মামুন, আব্দুল মজিদ, হারুনুর রশীদ, ইসলাম উদ্দিন, নছির আহমেদ, আজমল হোসেন, এম আর মামুন, বাহারুল আলম শাওন, নাজিম উদ্দিন, মাহমুদ আলী, হাজী করিম আলী, হারিছ উদ্দিন, আব্দুর রশীদ, জাহিদ হাসান, আদনান, মাহিন আহমেদ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain