শিরোনাম :
সিলেটের যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না আগামী নির্বাচন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের ভবিষ্যৎ নির্ধারণ করবে : মিফতাহ্ সিদ্দিকী ৬ ডিসেম্বর শনিবার ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন-এডভোকেট জুবায়ের সিলেটে বিক্ষোভ সমাবেশে অ্যাডভোকেট জামান জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা আমার অগ্রাধিকার: আব্দুল মালিক খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সযোগী সংগঠনের প্রচার মিছিল সিলেটস্থ জগন্নাথপুর-শান্তিগঞ্জবাসীর সাথে ইয়াসীন খানের মতবিনিময় বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি পূর্ণ গঠন

সিলেটের যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, বিতরণ লাইন সংস্কার এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার নগরীর অনেক গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি লালদিঘীরপাড়, পুলিশ লাইন, ভাতালিয়া ও নবাব রোড ফিডারের আওতাধীন পশ্চিম শেখঘাট, নবীন আবাসিক, ভাঙাটিকর, কুয়ারপাড়, লালদিঘীরপাড়, ইঙ্গুলাল রোড, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারি কলোনি, লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসামানী মেডিক্যাল রোড, কাজলশাহ, মুন্সিপাড়া, পুলিশ লাইন, দরগা মহল্লা, শাপলার গলি, মধুশহিদ, রিকাবী বাজার, উদ্দম আবাসিক এলাকা, নয়াপাড়া, ভাতালিয়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আবাসিক এলাকা, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরিবস্তি, সাগরদিঘীর পাড়, সুরমা আবাসিক এলাকা, প্রেসক্লাব, মীরের ময়দান, কেওয়াপাড়া, ডিজিএফআই অফিস, এসএমপি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবেনা।

 

এছাড়াও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের অধীন জালালাবাদ ও আম্বরখানা ফিডারের আম্বরখানা পয়েন্ট, মনিপুরিবস্তি, ইউনিমার্ট, দর্শনদেউড়ী, আর্কাডিয়া, জালালাবাদ আবাসিক এলাকা, ফাজিল চিস্ত আবাসিক এলাকা, পিটিআই, পশ্চিম পীরমহল্লা, রাজার গলি, পায়রা আবাসিক এলাকা, ঝর্ণারপাড়, মিয়াফাজিল চিশত, সুবিদবাজার এলাকা, প্রান্তিক আবাসিক এলাকা, নুরানী আবাসিক এলাকা, বনকলাপাড়া, পশ্চিম পিরমহল্লা (আংশিক) ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

 

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

 

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সার্বিক সহযোগীতা চেয়েছেন প্রকৌশলী মু. তানভীর হায়দার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain