শিরোনাম :
সিলেট গোলাপগঞ্জ থেকে গুলিসহ দুটি বিদেশী এয়ারগান উদ্ধার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি মনোনীত প্রার্থীর পাশে রয়েছে:চন্ডিপুলে বিশাল জনসভা-মালিক মানুষকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে দেশে উন্নয়নের বিল্পব ঘটানো সম্ভব-খন্দকার আব্দুল মুক্তাদির ভূমিকম্পের রেড জোনে সিলেট: মোকাবেলায় প্রস্তুতি নেই পাঁচ শতাধিক রোগীকে ইনক্লুসিভ আই হসপিটালের সহায়তায় ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশন-এর ফ্রি চক্ষু সেবা প্রদান তারুণ্যের উৎসব ২০২৫: প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী ও যুব-উদ্যোক্তা সমাবেশ বিভাগীয় সমাজসেবা কার্যালয় সেমিনার দেশে ২৪ ঘণ্টা না পেরোতেই ফের ভূমিকম্প সিলেটের যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না আগামী নির্বাচন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের ভবিষ্যৎ নির্ধারণ করবে : মিফতাহ্ সিদ্দিকী

মানুষকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে দেশে উন্নয়নের বিল্পব ঘটানো সম্ভব-খন্দকার আব্দুল মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশাল জনগোষ্ঠীর এদেশে মানুষকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। চীন তাদের দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলে উন্নয়নের বিল্পব ঘটিয়েছে। বাংলাদেশেকেও সেই পথে এগুতে হবে। বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বীকৃতি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর তাঁদের ১০ম গ্রেড বাস্তবায়ন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিগত ১৫ বছর আওয়ামীলীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী করে তুলা হবে। কারিগরি শিক্ষায় বেশি গুরুত্ব দেয়া হবে। যাতে করে নতুন প্রজন্মের বেকারত্ব দূরীকরণ হয়। এজন্য উন্নয়নের প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে সকল শ্রেণীপেশার মানুষকে কাজ করার আহবান জানান তিনি।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে নগরের একটি হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক প্রকৌশলী মো. ফরিদ মিয়া। সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী মো. আবুজর গউছ এর পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ডা. মোজাম্মেল হোসেন, সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের সদস্য সচিব প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরী, অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার, অধ্যাপক ফরিদ আহমদ, আইডিবির সাবেক সভাপতি নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আরও বলেন, সাধারণ শিক্ষা অর্জন করে চাকরি বাজারে প্রবেশ করা অনেক কঠিন। কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলে তরুণদের কাজে লাগাতে হবে। বাংলাদেশ একটি ঘনবসতির দেশ। বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে অতীতের ন্যায় নতুন প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলা হবে।
সভায় বক্তারা বলেন, সিলেট ও জাতীয় পর্যায়ে সারাদেশের মানুষ সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের কথা এখনো স্মরণ করেন। কারণ তিনি দেশে অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছিলেন। খন্দকার মুক্তাদির সাহেবও বিজয়ী হলে উন্নয়নে আরো নতুন কিছু উপহার দেবেন সিলেটবাসীকে।
এদিকে শনিবার ভোরে সোবহানীঘাটস্থ কাঁচা বাজারে লিফলেট ও গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির। এসময় তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেটে সাধারণ মানুষের কাজ করার তেমন কোনো সুযোগ নেই। ক্ষমতায় যদি যেতে পারি তাহলে স্বল্প ও দীর্ঘমেয়াদী কাজের সুযোগ সৃষ্টি করা হবে আমাদের অন্যতম অঙ্গীকার। তাই সর্বস্তরের মানুষকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি।- বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain