অনুসন্ধান ডেস্ক ::: জয়সিদ্বি বসিয়াখাউরী বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয় শান্তিগঞ্জে বার্ষিক পরীক্ষার হল পরিদর্শন কালে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন বলেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার জন্য সুপরিকল্পিত সংস্কার, দূরদর্শী নেতৃত্ব এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এই প্রচেষ্টার মাধ্যমে কাঠামোগত দুর্বলতা, মানের ঘাটতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বৈষম্য কাটিয়ে উঠতে হবে। পাঠ্যক্রম আধুনিকায়ন ও শিক্ষার লক্ষ্য পুনঃনির্ধারণের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গড়া যায়, যেখানে প্রতিটি নাগরিক দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি ছাত্র-ছাত্রীদেরকে শুভ কামনা জানিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক বাবু গিবাস চন্দ্র বিশ্বাস, পশ্চিম বীর গাও ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিব উল্লাহ জায়গীরদার, সহকারী প্রধান শিক্ষক মখলেছুর রহমান, এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি আজিজুল হক, সহকারী শিক্ষক নির্মল কান্তি দে, জহিরুল হক, বাবু নয়ন মনি, স্কুল কর্মকর্তা জাহেদ খান প্রমুখ। বিজ্ঞপ্তি