শিরোনাম :
বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কি কারণে পিছিয়ে গেল শাকসু নির্বাচন ৩১ দফার ভিত্তিতে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবে বিএনপি–হুমায়ূন কবির শাহীন নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো: এম এ মালিক সিলেট-৪ আসনের মানুষ এখন নিজেদের প্রার্থী চান: প্রকৌশলী রাশেল উল আলম সিলেট পাঠানটুলায় থেকে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার সিলেট-১ : উন্নয়নের মহাপরিকল্পনায় বিশিষ্টজনদের যুক্ত করেছেন খন্দকার মুক্তাদির দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে হবে – উপমহাপরিচালক জিয়াউল হাসান জেবিবি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার হল পরিদর্শনে সভাপতি সিটি আদর্শ ফাউন্ডেশন মেধা সংবর্ধনা সম্পন্ন

সিলেট-৪ আসনের মানুষ এখন নিজেদের প্রার্থী চান: প্রকৌশলী রাশেল উল আলম

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তপুর) আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী, শিক্ষানুরাগী, তথ্য ও প্রযুক্তিবিদ প্রকৌশলী রাশেল উল আলম দেশে ফিরেছেন। গত রবিবার (২৩ নভেম্বর) দুপুর পৌণে ১টায় তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নেতৃবৃন্দ ও সিলেট-৪ আসনের সর্বস্থরের জনসাধারণ।
এসময় এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম গণমাধ্যমের সাথে কথা বলেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আরিফুল হক চৌধুরী একজন বিজ্ঞ মানুষ, আমাদের অভিাবক। তবে তিনি সিলেট-১ এর জন্য পারফেক্ট, সিলেট-৪ এর জন্য নয়। কারণ, স্থানীয় জনগন নিজেদের প্রার্থী চান। আমার বাড়ী গোয়াইনঘাট। স্থানীয় মানুষ এখন স্থানীয় প্রার্থী চান।

তিনি বলেন, পাথর উত্তোলন করা হবে বললেই হবেনা। এটা বন্ধ করা হয়েছে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য। তবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিৎ ছিল। কিন্তু সেটা এখনো হয়নি। একটি ফ্রেম ওয়ার্কের মধ্যে সবকিছু নিয়ে এসে পাথর উত্তোলনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
তিনি বলেন, চলতি মাসের মধ্যেই সিলেটের ৬টি আসনে এনসিপির মনোনয়ন কারা পাবেন তা পরিস্কার হয়ে যাবে। এখন মনোনয়ন যারা চেয়েছেন তাদের আবেদন যাচাই বাছাই চলছে। এনসিপি এমন একটা দল এখানে টাকা দিয়ে কিছু হয়না। যোগ্যতা বিচার করে প্রার্থী দেওয়া হবে।

তিনি সিলেট-৪ আসনের জনগনের জন্য প্রচুর বিকল্প কর্মসংস্থানের উপর জোর দেন। তিনি জানান, হাইটেক পার্ক এ ইলেক্ট্রিক্যাল পার্ক করতে, আরও বিনিয়োগ বাড়াতে হবে। তাহলে এর আয়তন যেমন আরও বড় হবে তেমনি প্রচুর কর্মসংস্থান হবে।
পরে তিনি দুপুর ২টার দিকে নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন।

তিনি সিলেট-৪ আসনের উন্নয়নকে তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও সুশাসনের ভিত্তিতে নতুনভাবে গড়ে তুলতে চাই। এজন্য জনগণের সমর্থন, মতামত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলা এনসিপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, জেলা যুব শক্তির আহবায়ক ও সদস্য সচিব এবং সিনিয়র সদস্যসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain