শিরোনাম :
বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কি কারণে পিছিয়ে গেল শাকসু নির্বাচন ৩১ দফার ভিত্তিতে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবে বিএনপি–হুমায়ূন কবির শাহীন নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো: এম এ মালিক সিলেট-৪ আসনের মানুষ এখন নিজেদের প্রার্থী চান: প্রকৌশলী রাশেল উল আলম সিলেট পাঠানটুলায় থেকে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার সিলেট-১ : উন্নয়নের মহাপরিকল্পনায় বিশিষ্টজনদের যুক্ত করেছেন খন্দকার মুক্তাদির দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে হবে – উপমহাপরিচালক জিয়াউল হাসান জেবিবি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার হল পরিদর্শনে সভাপতি সিটি আদর্শ ফাউন্ডেশন মেধা সংবর্ধনা সম্পন্ন

কি কারণে পিছিয়ে গেল শাকসু নির্বাচন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের পূর্বঘোষিত তারিখ ১৭ ডিসেম্বর বাতিল করে আগামী ২০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন ভবন-১ এর চতুর্থ তলার সম্মেলন কক্ষে শাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে প্রশাসনের এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত সকলের সর্বসম্মত মতামত ও সুপারিশের ভিত্তিতে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরেই জানিয়ে আসছিল যে ১৭ ডিসেম্বর সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ উপস্থিত থাকবে না। ভোটারবিহীন শাকসু নির্বাচন, বিশেষ করে ২৮ বছর পর এমন একটি নির্বাচন, গ্রহণযোগ্য হবে না। এই বিবেচনায় আমরা আলোচনায় বসি। সকল পক্ষের মতামতের ভিত্তিতে ২০ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain