অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে কেটে ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
গত (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে রাংপানি নদীর তীরে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পাশের একটি বালু ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। এ সময় উপজেলা প্রশাসনের সঙ্গে অংশ নেন বিজিবির ৪৮ ব্যাটালিয়ন, শ্রীপুর বিওপি এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ।
উপসহকারী কমিশনার পলি রানী দেব বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।’