সিলেট প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনে শুরু হয়েছে ব্যাপক রদবদল। জেলা প্রশাসকদের পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলি করেছে সরকার। প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে সিলেট বিভাগের রয়েছে ১৪টি উপজেলা। বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিবদের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। এই তালিকায় সিলেট বিভাগের রয়েছে ১৪টি উপজেলা। নতুন ইউএনওদের দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রয়োগের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪ অনুযায়ী কার্যক্রম পরিচালনার ক্ষমতাও অর্পণ করা হয়েছে।
সিলেটের নতুন ১৪ ইউএনও হলেন- সিলেটের বালগঞ্জে মো. মেহেদী হাসান, হবিগঞ্জের চুনারুঘাটে মো. জিয়াউর রহমান, আজমিরীগঞ্জে এস. এম. রেজাউল করিম, মৌলভীবাজারের কমলগঞ্জে নাছরিন সুলতানা, সিলেটের জকিগঞ্জে মাসুদুর রহমান, কানাইঘাটে মো. মেহেদী হাসান শাকিল, জৈন্তাপুরে মোহাম্মদ গোলাম মোস্তফা, গোলাপগঞ্জে আবিদা সিফাত, হবিগঞ্জ সদরে ফাতেমা তুজ জোহরা সানিয়া, লাখাইয়ে সৈয়দ মুরাদ ইসলাম, শায়েস্তাগঞ্জে তানিয়া আক্তার, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আবদুল মতিন খান, সিলেটের বিশ্বনাথে উম্মে কুলসুম রুবি ও মৌলভীবাজারের জুড়ীতে মো. মারুফ দস্তেগীর।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সেদিন বিকেল থেকেই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। এছাড়া বদলি হওয়া কর্মকর্তার দপ্তর বা দায়িত্বস্থল যদি ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তাহলে তিনি বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।