অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির বলেছেন, নোংরা রাজনীতি পরিহার করে সুন্দর রাজনীতি করে দেশ এগিয়ে নিতে হবে। দুর্বলতার স্থান থেকে রাজনীতি হয় না। বড় মন নিয়ে রাজনীতি করতে হয়। প্রতিহিংসার রাজনীতির পরিহার করে সুন্দর ও পরিছন্ন রাজনীতি করতে হবে। দূর্র্বল হার্র্ড নিয়ে রাজনীতি হয় না। রাজনীতি হল বড় মনের জায়গা। তিনি বলেন, সকল ভোদাভেদ ভূূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁদে কাঁদ মিলিয়ে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। দেশ ও জনগণের স্বার্থে তারেক রহমানের ধানের শীষ প্রতীকের সব প্রার্থীকে বিজয়ী করে তাকে প্রধানমন্ত্রী করতে হবে। এখন আর আগের মত পকেট কমিটি হওয়ার সুযোগ নেই। এই ধরণের পলিটিক্স থেকে বের হয়ে আসতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর কারিকোনাস্থ গ্রামের বাড়ীতে বিশ্বনাথ উপজেলা পৌর ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, খায়রুল আমিন আজাদ, ইকবাল হোসেন, জয়নাল মিয়া।
উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্যা রুমেল আলী ও যুবদল নেতা আমির আলীর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা হারিছ আলী, কয়েছ মিয়া, ইউপি সদস্য সাজিদুর রহমান সুহেল, মাহতাব উদ্দিন, ডাক্তার রফিকুল আলম ইকবাল, তকলিছ আলী, মতছির আলী, কামরুল ইসলাম বাদশা, আমির আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম আলী, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য আগুর আলী, লায়েক আহমদ, দেওকলস ইউনিয়ন পরিষদের সদস্য জুমুর সুলতানা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, আক্তার হোসেন, যুবদল নেতা জাকির হোসেন, মঞ্জুর আলী, আপ্তাব আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল নেতা রিজু আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য দিলোয়ার হোসেন সজিব, বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, তারেক আহমদ, শিপন আহমদ, জুনেদ আহমদ, দুদু মিয়া, আনসার আলী, আশিক আলী, পৌর যুবদল নেতা জামাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শেখ শাহজাহান, কাপ্তান মিয়া, সাকিল আহমদ, মুকিত খান, রুহেল মিয়া, সফিকুল ইসলাম, নুরুল ইসলাম, জামাল আহমদ, সামছুল ইসলাম, ইছবর মিয়া, কাওছার আহমদ রাজিব, কয়েছ আহমদ, সুমন আহমদ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রদল নেতা শানুর মিয়া।