শিরোনাম :
ধানের শীষের পক্ষে খন্দকার মুক্তাদিরের ‘ডোর টু ডোর’ প্রচারণা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ সিলেট বিভাগের র‌্যালি ও আলোচনা সভা সিলেটের ৫ টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা: কোথায় কে? মহানগর তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদিত আহবায়ক কয়েছ, সদস্য সচিব বেলাল সিলেটের নতুন বর্ধিত রেল ভাড়া জেনে নিন খালেদা জিয়ার সুস্থতার জন্য মোগলাবাজার ইউপির প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে দোয়া চাইলেন এম এ মালিক সিলেটে ৬৭ টি হারানো মোবাইল ফোন উদ্ধার পুলিশের সিলেটের চন্ডিপুলে বস্তাবন্দী ৫৬টি পাখি উদ্ধার পরে আকাশে অবমুক্ত খন্দকার মুক্তাদিরের গণসংযোগে ব্যবসায়ীদের ব্যাপক সাড়া সিলেটে হত্যা, নারায়নগঞ্জ থেকে আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ সিলেট বিভাগের র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সিলেট বিভাগের উদ্যোগে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর মীরবক্সটুলা থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সিলেট বিভাগের সভাপতি মো. আব্দুল মুমিন মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোয়েবুল হক সোয়েব এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ বক্স, প্রচার সম্পাদক মো. আশরাফুল হক, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য মো. শাহজাহান, শহিদুর রহমান সনি, শাহজাহান সাজু, হাসান চৌধুরী, তুফায়েল আহমদ কবির, ফুরকান মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষায় ন্যায়বিচারের নিশ্চয়তা সবচেয়ে বড় শক্তি। মানবাধিকার রক্ষার মূল উপাদান হলো ন্যায়বিচারের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা। মানুষের মৌলিক অধিকার সুরক্ষার বিষয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজ উভয়ের সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। কোনো নাগরিক যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়- এটি নিশ্চিত করাই আধুনিক মানবাধিকার চেতনার মূল ভিত্তি।
বক্তারা আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে, যা সমাজের সামগ্রিক নিরাপত্তা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। দেশে চলমান বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ, সহিংসতা, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন, সাইবার হয়রানি, মানবপাচারসহ নানা অপরাধ রোধে প্রশাসনের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। বক্তারা, মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বমহলকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain