অনুসন্ধান ডেস্ক ::: মহান বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান. মো. রেজা-উন-নবী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সিসিক প্রশাসক প্রথমে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ সজীব, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মো. রজি উদ্দিন খান, ট্যাক্সেশন অফিসার মো. জামিলুর রহমান, শিক্ষা অফিসার ড. মো. তুতিউর রহমানসহ সিসিকের কর্মকর্তা ও কর্মচারীগণ।