অনুসন্ধান ডেস্ক ::: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে সিলেট মহানগরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেট মহানগরের একটি অভিজাত হোটেলের মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নবনিযুক্ত আহ্বায়ক। প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিলেট -১ (সদর-মহানগর) আসনের সংসদ সদস্য প্রার্থী এহতেশাম হক এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে অ্যাডভোকেট আফজাল বলেন, জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার রাজনীতিতে নয়, সেবার রাজনীতিতে বিশ্বাসী। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার ভিত্তিতে একটি সুশৃঙ্খল, গণতান্ত্রিক ও জনবান্ধব রাজনৈতিক সংগঠন হিসেবে সিলেট মহানগরে এনসিপিকে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
তিনি কমিটির দায়িত্ব প্রদানের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এহতেশাম হক এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজি আলমের প্রতি ধন্যবাদ জানান তিনি।
সিলেট মহানগরের বিদ্যমান নাগরিক সমস্যা তুলে ধরে আহ্বায়ক বলেন, জলাবদ্ধতা, যানজট, মাদকাসক্তি, যুব বেকারত্ব, ভূমি দখল ও নাগরিক সেবার অব্যবস্থাপনা নগরবাসীর নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। এসব সমস্যা সমাধানে গণমানুষকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ ও সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতার মাধ্যমে জনগণের ন্যায্য দাবি তুলে ধরা হবে বলেও জানান তিনি।
এ সময় সিলেট মহানগর এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়। পরিকল্পনার মধ্যে রয়েছে—
ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন ও পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা, যুব, নারী ও পেশাজীবী ফোরাম সক্রিয় করা এবং দলীয় কার্যালয়ে নিয়মিত সমন্বয় সভা আয়োজন।
নাগরিক সমস্যা সমাধানে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ পরিকল্পনা প্রণয়ন ও সংস্কারের দাবি, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক ট্রাফিক প্ল্যান বাস্তবায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা জানান তিনি।
এছাড়া স্বাস্থ্য ও জনসচেতনতায় মোবাইল মেডিকেল ক্যাম্প, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষা ও তরুণ উন্নয়নে দক্ষতা প্রশিক্ষণ, মাদকবিরোধী ক্যাম্পেইন, মানবিক সহায়তায় শীতবস্ত্র ও খাদ্য বিতরণ এবং জরুরি রক্তদাতা নেটওয়ার্ক গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি জমি ও জলাশয় দখলের তথ্য সংগ্রহ করে তা গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি ডিজিটাল নাগরিক সেবার অংশ হিসেবে অনলাইন অভিযোগ গ্রহণ প্ল্যাটফর্ম চালু ও নাগরিক সেবার সহজ গাইডলাইন প্রণয়নের পরিকল্পনাও রয়েছে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের বাস্তব চিত্র তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
সবশেষে সিলেট মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি নতুন, পরিচ্ছন্ন ও জনকল্যাণমুখী রাজনৈতিক ধারার জন্য জাতীয় নাগরিক পার্টির পাশে থাকার আহ্বান জানান তিনি।