অনুসন্ধান ডেস্ক ::: আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় সিলেটে দোয়া মাহফিল করেছে জামায়াত। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমআ নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে শহীদ ওসমান হাদির শাহাদাত কবুলিয়াত ও জান্নাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারীদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে সিলেট মহানগরী ও বিভিন্ন থানা-ওয়ার্ড-ইউনিট জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক জনশক্তি ছাড়াও বিপুলসংখ্যক মুসল্লী অংশ নেন।
মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী।
মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এর মাধ্যমে জুলাই যোদ্ধাদেরকে ভীত-সন্ত্রস্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিস্ট সরকারমুক্ত হলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের সর্বশেষ টার্গেটের শিকার হয়েছেন আমাদের ভাই ওসমান হাদি। হামলা ও শাহাদাতের ভয় দেখিয়ে তরুণ প্রজন্মকে দমিয়ে রাখা যাবেনা। হাদির হত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে শহীদ শরীফ ওসমান হাদি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে। পতিত হাসিনার ষড়যন্ত্র থেকে মাতৃভুমিকে রক্ষায় দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
মাহফিলে উপস্থিত ছিলেন- মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, ক্বারী আলাউদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মু. আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম মজুমদার, শফিকুল আলম মফিক, শামীম আহমদ, শাহেদ আলী, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও বংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শাহীন আহমেদ প্রমূখ।