শিরোনাম :
আজিজ খান সজিব এর উদ্যোগে সিলেট ৮নং ওয়ার্ডের মহিলাদলের নেতৃবৃন্দের মাঝে উপহার মনিপুরি শাল ও শীতবস্থ হস্তান্তর সিলেট মহানগর যুবদলের মতিবিনিময় সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ সিলেটে দুই দিনব্যাপী হাছন উৎসব শুরু ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন সিলেট ৩৭ নং ওয়ার্ডে কৃষক দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিলেন-খন্দকার মুক্তাদির ফুলের মালা পড়িয়ে বরণ ‘‘সিলেটে বিশ্ব মেডিটেশন দিবস পালিত” সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার সংসদ নির্বাচনের তপশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন বিএনপিকে ভালোবাসি বলেই রাজনীতিতে এই আত্মত্যাগ-মোঃ শাহীন মিয়া

সিলেট ৩৭ নং ওয়ার্ডে কৃষক দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিলেন-খন্দকার মুক্তাদির ফুলের মালা পড়িয়ে বরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট ৩৭ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও দেশ-নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে ৩৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি নেতৃত্বে গত ১৯ ডিসেম্বর বিভিন্ন শ্রেণী পেশার পুরুষ ও মহিলা প্রায় অর্ধশতাধিক মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলে যোগ দান করেন। এসময় সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে বরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ১৭ বছর সংগ্রাম করেছি, তার নেতৃত্বে জনগণ যদি সমর্থন করে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে চাই। এই রাষ্ট্র নির্মাণে আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে। আমরা ইতোপূর্বে তিনবার সরকার গঠন করেছি এবং এর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে। আসুন সবাই মিলে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করি। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহিন।

এসময় আরোও উপস্থিত ছিলেন, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, ৩৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চু, মহানগর কৃষক দলের সহ-সভাপতি ইকরাম হুসেন মারুফ ও সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ খান, জালালাবাদ থানার কৃষক দলের আহবায়ক ফখর, ৩৭নং ওয়ার্ডের বিএনপির নেতা রাজু আহমদ, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপির নেতা দিলোয়ার হোসেন জয়,বিএনপির নেতা হাজী ইউনুস আলী, আবদুল আজিজ, সত্তার ভাই,শিবির আহমদ। উক্ত সভায় ৩৭নং নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো: আলী হোসেন এর সভাপতিত্বে জালালাবাদ থানা কৃষক দলের যুগ্ম সম্পাদক হেলাল আহমদ ও ৩৭নং নং ওয়ার্ড বিএনপির নেতা শিবির আহমদের যৌথ পরিচালনায়।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain