অনুসন্ধান ডেস্ক ::: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের জন্য সিলেট-১ (মহানগর ও সদর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মাসুদ রানার কাছ থেকে উক্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেন সিলেট-১ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, কে এম আব্দুল্লাহ আল-মামুন, মাওলানা ইমদাদুল হক নোমানী, সাধারন সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, মহানগর নির্বাহী সদস্য ও শাহপরান (রঃ) পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ।