শিরোনাম :
হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান সিলেটে ৬ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন ১০০ প্রবাসী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবীতে কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও কবিতা পাঠ সিলেট মহানগর জামায়াতের প্রস্তুতি সভায়-মহানগরী আমীর ফখরুল ইসলাম সিলেট-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন খেলাফত মজলিস প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল সাংবাদিক আনিস রহমানের মায়ের মৃত্যুতে খন্দকার মুক্তাদির ও মহানগর বিএনপির শোক দীর্ঘ ১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান সাংবাদিক আনিস রহমানের মায়ের মৃত্যুতে বিএমজেএ সিলেটের শোক

সিলেটে ৬ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন ১০০ প্রবাসী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট জেলার একশ প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দিচ্ছে জেলা প্রশাসন।

আজ শনিবার এ সম্মাননা প্রদান করা হচ্ছে। প্রবাসীদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে জেলা প্রশাসন। সকাল ১০টায় র‌্যালির মাধ্যমে এ অনুষ্ঠানমালা শুরু হয়। র‌্যালিটি কিনব্রিজ এলাকা থেকে শুরু হয়ে রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে শেষ হয়।

অডিয়ারে বেলা সাড়ে ১১ টা থেকে শুরু হবে সম্মাননা প্রদান অনুষ্ঠান। এরপর সন্ধ্যা সিলেট সার্কিট হাউসে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, দেশে ও প্রবাসে নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটের একশ জন প্রবাসীকে এই সম্মাননা দেওয়া হবে।

জেলা প্রশাসন আরও জানায়, গত ১৭ নভেম্বর সিলেট জেলা প্রশাসন সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে। গত ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়।

ক্যাটাগরির মধ্যে রয়েছে— সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব ক্যাটাগরিতে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ইমেইল ঠিকানা দেওয়া হয়।

সিলেট জেলা প্রশাসনের অতিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্মাননার জন্য বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain