শিরোনাম :
সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির খালেদা জিয়ার সুস্থতা কামনায় এম এ রউফ এর উদ্যোগে ভাতগাও ইউনিয়ন বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগরের প্রতিনিধি সভা অনুষ্টিত সিলেটে ডেভেলপমেন্ট কাপ (অনূর্ধ্ব-১৫) ফুটবল টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান সিলেটে ৬ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন ১০০ প্রবাসী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবীতে কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও কবিতা পাঠ সিলেট মহানগর জামায়াতের প্রস্তুতি সভায়-মহানগরী আমীর ফখরুল ইসলাম সিলেট-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন খেলাফত মজলিস প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এম এ রউফ এর উদ্যোগে ভাতগাও ইউনিয়ন বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: যুক্তরাজ্য থেকে যুক্তরাজ্য বিএনপি’র উপদেষ্টা ও কাউন্সিল এবং সুনামগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা এম এ রউফ দেশে ফিরলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জের সামনে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার এলাকার একটি অভিজাত হোটেলের হলরুমে যুক্তরাজ্য বিএনপি’র উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা এম এ রউফ এর উদ্যোগে, ভাতগাও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাতগাও ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম সম্পাদক সোনা মিয়ার পরিচালনায়,

দোয়া ও আলোচনা সভা উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য সায়ামুজ্জামান সামাদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা আব্দুর রউফ, ভাতগাও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন, ফটিক মিয়া, ভাতগাঁও ইউপি বিএনপির নেতা-সানুর মিয়া, ফারুক মিয়া, জাহাঙ্গীর মিয়া, হাবিবুর রহমান, মেম্বার লিলু মিয়া, নুরুল আমীন, সুমন আহমদ, আয়না মিয়া,রুবেল আহমদ,সিরাজুল ইসলাম, সাদিক মিয়া, যুবদল নেতা শরীফ আহমদ, আমীন উদ্দিন, নাঈম আহমদ, সিলেট মহানগর ছাত্রদল নেতা শরিফ আহমদ তালুকদার, মাজেদ,ইয়াসিন,সাজু, নাইম আহমদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপি’র উপদেষ্টা ও কাউন্সিল এবং সুনামগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা এম এ রউফ তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনে প্রবাসে বিএনপি নেতাকর্মীরা নির্ভীকভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। তারা বিদেশের মাটিতে থেকেও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনকে জাগিয়ে রেখেছিলেন। তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করায় দেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা দাবি বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় শেষে চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির কল্যাণের লক্ষ্যে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াদুদ ।

 

 

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain