শিরোনাম :
শান্তিশৃঙ্খলা রক্ষায়’ থার্টি ফার্স্ট নাইটে সিলেটে গানবাজনায় নিষেধাজ্ঞা পুলিশের‘ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জাফলংয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু সিলেটে দোয়া, কালো পতাকা উত্তোলন, ব্যাজ ধারণ ও শোক বই খোলা কর্মসূচি খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন এম এ রউফসহ বিএনপির নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া আর নেই সিলেটে ছয়টি আসনে মনোনয়ন সংগ্রহ ৫৬ জন-শেষদিনে দাখিল ৪৭ জন প্রার্থী দোয়া মাহফিল শেষে সিলেটের ৬টি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত শোকবার্তায় ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন- বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেন।

নির্বাচনি প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে তার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সিলেট জেলা প্রেসক্লাব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain