অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১১টায় উপবন এক্সপ্রেস ট্রেনে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান জানান, সিলেট শাহজালাল মাজারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া শেষে দলের শীর্ষ নেত্রীকে শেষ বিদায় জানাতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল- ৬ টি থানা ও ৪২ ওয়ার্ড নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন। তিনি দেশবাসী সহ সিলেটবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চান।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।