অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী, জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় মদিনা মার্কেট এলাকায় সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন। এসময় প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, হোসেন আহমদ, আবুল খায়ের,শফিকুল ইসলাম কাজল,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সঞ্জিত শর্মা,অণিক রায় প্রমূখ।
কুশলবিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার জনগণের প্রতি আহ্বান জানান।
প্রণব জ্যোতি পাল, সিলেট নগরীকে সকলের জন্য বাসযোগ্য নগরী গড়ে, বিশুদ্ধ পানি সংকট সমাধানে আহ্বান জানান।