শিরোনাম :
ভার্থখলা মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রমের পুরস্কার বিতরণ সিলেটে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি ও সনদপত্র বিতরন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বীরকে হত্যার প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন-উপদেষ্টা আদিলুর রহমান খান সিলেটে কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি, স্ত্রীরাও বিত্তশালী শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শিতা অনুসারণ করে তারেক রহমানে নেতৃত্বে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির ইসলামী শিক্ষা ব্যবস্থায় বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: আরিফুল হক চৌধুরী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খাদিমনগর ইউনিয়নে দোয়া মাহফিলে- খন্দকার মুক্তাদির খালেদা জিয়া তাঁর সুসন্তানকে আমাদের অভিভাবক হিসেবে রেখে গেছেন-অ্যাড. এমরান আহমদ চৌধুরী এক বছরের পরিচয়, শেষ পরিণতি নির্মম হত্যা

ইসলামী শিক্ষা ব্যবস্থায় বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: আরিফুল হক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশে ইসলামী শিক্ষা, আলেম-উলামার সম্মান-আত্মমর্যাদা রক্ষায় অবিচল ছিলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। ইসলামী শিক্ষা ব্যবস্থায় বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শুক্রবার (০৯জানুয়ারী-২০২৬) গোয়াইনঘাট উপজেলার ৪ নং লেঙ্গুড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনব্যাপি দোয়া মাহফিল পূর্বে স্মৃতিচারণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর পূর্বে তিনি ৪ নং লেঙ্গুড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের লেঙ্গুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন ঐ মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
স্মৃতিচারণ বক্তব্য দিতে গিয়ে আরিফুল হক চৌধুরী এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন, এই এলাকার মানুষ সৌভাগ্যবান। কারণ এই এলাকা আলেম-উলামার পদস্পর্শে ধন্য। মানুষ ধর্মভীরু ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী । তিনি আরো বলেন, সিলেট হচ্ছে শান্তি এবং রাজনৈতিক সম্প্রীতির অঞ্চল। আধ্যাত্মিক সিলেটে মুসলিম-হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষ প্রাচীনকাল থেকে একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। সেই সম্প্রীতি ভবিষ্যতেও এই এলাকায় বজায় থাকবে।
আরিফুল হক চৌধুরী বলেন, প্রত্যেক ধর্মের মানুষের প্রতি সম্মান জানানো ইসলামের বৈশিষ্ট্য। এই এলাকার সব ধর্মের মানুষ যাতে সর্বদা নির্বিঘ্নে-নিরাপদে চলতে পারে, শিক্ষা-চিকিৎসাসহ সব ধরণের সুযোগ-সুবিধা যাতে তাদের জন্য নিশ্চিত করা যায়-এটাই আমার প্রধান দায়িত্ব ও কর্তব্য। পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুব আহমদ, সহ- সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, আজাদ, সদস্য সাহেদ মেম্বার, উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক এনামুল হক তাহের, ৪ নং লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মো: জাকারিয়া, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ পাপলু, রশীদ আহমদ, ৪ নং লেঙ্গুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আমীন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, শামীম আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, ৪ নং লেঙ্গুড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি সুলতান আহমেদ, ২নং ওয়ার্ডের সভাপতি কুতুব উদ্দিন, ৩ নং ওয়ার্ডের সভাপতি জামাল উদ্দিন, ৪নং ওয়ার্ডের সভাপতি আতাফুল মিয়া, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির উদ্দিন, ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, ৭নং ওয়ার্ডের সভাপতি বাবুল আহমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি নুর উদ্দিন, ৯নং ওয়ার্ডের সভাপতি তাহের উদ্দিন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain