দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেট-৩ আসনের এম.পি হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সকলকে ঐক্যবদ্ধ থাকলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সিলেট- ৩ আমার নির্বাচনী এলাকার জনগণের আশা আকাঙ্খা পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি কাজ করে যাচ্ছি। আমি যা বলি তা করব। আপনারা হতাশ হবেন না। আওয়ামীলীগ সরকারের আমলে যে উন্নয়ন হচ্ছে অতীতে কোন সরকারের আমলে তা হয়নি। আগামী জুন মাসের মধ্যে বড়বাঘা নদীতে সেতু নির্মাণ কাজ শুরু হবে। ৯ কোটি টাকা ব্যয়ে বালাগঞ্জ উপজেলা পরিষদ ভবন নির্মাণ করা হবে। কুশিয়ারা নদীতে সেতু নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। বালাগঞ্জ উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ এগিয়ে চলেছে। সকলের সহযোগিতার মাধ্যমে সরকারের উন্নয়ন জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে আমি অঙ্গীকারবদ্ধ।
এম.পি হাবিবুর রহমান হাবিব গতকাল শনিবার দুপুরে ১১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে সিলেট সুলতানপুর ও বালাগঞ্জ সড়কে যান মোহাম্মদ খালের উপর পাকা সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে দেওয়ান বাজার ও পশ্চিম গৌরিপুর ইউনিয়ন আওয়ামীগের যৌথ উদ্যোগে স্থানীয় আজিজপুর বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী, নূরে আলম সিদ্দিক, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুজিনা খানম, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, সহ-সভাপতি আব্দুল মালিক রুনু, আবু বকর সিদ্দিক, কাজল লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ মতিন, জেলা পরিষদ সদস্য লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য লোকন মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, আওয়ামীলীগ নেতা শিরমান উদ্দিন, ময়নুল হক সালেহ, খন্দকার ছালেহ আহমদ, মদন মোহন বিশ^বিদ্যালয়ের সাবেক সভাপতি অরুন দেবনাথ সাগর, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন নুরু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস সহিদ, দুদু মিয়া, এস.এ কাইয়ুম, দিলু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি