নিউজ ডেস্ক :: নগরীর মদিনা মার্কেটে সিএনজি অটোরিকশা চালককে মারধরের অভিযোগে সিলেট-সুনামগঞ্জ সড়ক আধা ঘণ্টা অবরোধ করেন শ্রমিকরা। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৪টার দিকে মদিনা মার্কেট পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে সাড়ে ৪টার দিকে স্থানীয় ব্যবসায়ীদের আশ্বাসের ভিত্তিতে সিএনজি অটোরিকশা চালকরা অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে টুকেরবাজার থেকে মদিনা মার্কেটে আসা এক যাত্রীর কাছে গিয়াস নামের এক অটোরিকশা চালক ১৫ টাকা দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই যাত্রী উত্তেজিত হয়ে গিয়াসকে মারধর করেন। এ ঘটনায় মদিনা মার্কেট স্ট্যান্ডের অটোরিকশা চালকরা জড়ো হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। এসময় মদিনা মার্কেট পয়েন্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি দেখে দেওয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে ৪টার দিকে অটোরিকশা চালকরা অবরোধ তুলে নেন। এদিকে, আধাঘণ্টার অবরোধে মদিনা মার্কেটের দুদিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। তবে অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।