শিরোনাম :
২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা খন্দকার মুক্তাদির এমপি নির্বাচিত হলে প্রথমে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নে কাজ করবেন : কয়েস লোদী সিলেটের ১৯ আসনের ১৪ টিতে একক প্রার্থী বাছাই বিএনপির, কারা পেলেন মনোনয়ন? সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক মোল্লারগাঁওয়ে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা সিলেটে সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়-এসএমপি কমিশনার ৩দিন ব্যাপী “মহা তাঁবু জলসা” ৪র্থ আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প সম্পন্ন জকিগঞ্জে বাংলাদেশে ঢুকে স্থাপনা ভাঙচুর, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ উন্নয়ন বঞ্চনার শিকার সিলেটবাসী, আরিফের নেতৃত্বে অবস্থান ধর্মঘট

১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অফিস সুপার মঈনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, মোল্লারগাঁও ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান মামুন খাঁন, মেম্বার পক্ষে নবনির্বাচিত ৯নং ওয়ার্ডের মেম্বার মকব্বির আলী, ২নং ওয়ার্ডের মেম্বার মুর্শেদ খান, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার সুজা চৌধুরী।
মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
শপথ গ্রহণকারীরা হচ্ছেন ১নং মোল্লার গাঁও ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার যথাক্রমে সাহেদ আহমদ (১নং ওয়ার্ড), মুর্শেদ খান (২নং ওয়ার্ড), জাকির হোসেন(৩নং ওয়ার্ড), জাকারিয়া আহমদ( ৪নং ওয়ার্ড), মামুন আহমদ (৫নং ওয়ার্ড), বেলাল আহমদ (৬নং ওয়ার্ড), আ.ন.ম. আইয়ুবুর রহমান (৭নং ওয়ার্ড), সামছুল ইসলাম লিলন (৮নং ওয়ার্ড), মকব্বির আলী (৯নং ওয়ার্ড), বকুল বেগম (১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত), হাসি রাণী মালাকার (৪, ৫, ৬নং ওয়ার্ড সংরক্ষিত) লিপি বেগম (৭, ৮, ৯নং ওয়ার্ড সংরক্ষিত)।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার শপথ বক্তব্য পাঠ করানোর পরে বলেন, এলাকার গণজন আপনাদেরকে যে আশা নিয়ে নির্বাচিত করেছেন, আপনার জনগণের আশা-আকাঙ্খ পূরণে আন্তরিকতার সাথে কাজ করবে। আপনার স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের প্রতিনিধি আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাথে কাজ করার আহবান জানান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং মোল্লার গাঁও ইউনিয়নের মুরব্বিয়ান, যুব সমাজ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারিতে ওই ইউনিয়নে ইউপি নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain