শিরোনাম :
২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা খন্দকার মুক্তাদির এমপি নির্বাচিত হলে প্রথমে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নে কাজ করবেন : কয়েস লোদী সিলেটের ১৯ আসনের ১৪ টিতে একক প্রার্থী বাছাই বিএনপির, কারা পেলেন মনোনয়ন? সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক মোল্লারগাঁওয়ে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা সিলেটে সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়-এসএমপি কমিশনার ৩দিন ব্যাপী “মহা তাঁবু জলসা” ৪র্থ আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প সম্পন্ন জকিগঞ্জে বাংলাদেশে ঢুকে স্থাপনা ভাঙচুর, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ উন্নয়ন বঞ্চনার শিকার সিলেটবাসী, আরিফের নেতৃত্বে অবস্থান ধর্মঘট

২ হাজার পরিবারের মধ্যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র জনসাধারণের মধ্যে ২ হাজার পরিবারের মধ্যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ই মার্চ) সকাল ১০টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের নৈখাই হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে, দুপুর ১২টায় মোগলাবাজার সংলগ্ন রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ২ টায় হাজীগঞ্জ বাজারের পাশের মাঠে ও বিকেল ৪ টায় হরিনাথপুর গ্রামে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস্ প্রেসিডেন্ট এনামুল কবির এর সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির রাখেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষাক লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারপার্সন লন্ডন প্রবাসী মহীয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ, মোঃ কাপ্তান হোসেন সমাজকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সৌদিআরব প্রবাসী আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউ.কে’র সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আহমদ, লন্ডন প্রবাসী জাহেদ হোসেন, হোসেন আহমদ, সিলেটের আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা সাহেদ মোশাররফ কটাই মিয়া।
বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা সানাওর আলী সোনা মিয়া, ট্রাস্টের নির্বাহী সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, আপ্তাব উদ্দিন, হারুনুর রশিদ হীরন, ময়নুল ইসলাম মনজুর, মুজিবুর রহমান জামাল ও শাহাব উদ্দিন শিহাব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাকারিয়া তালুকদার, ইকবাল একাডেমির প্রিন্সিপাল শামিম আহমদ, সমাজকর্মী শাহজাহান মিয়া, আব্দুস শহিদ, শাকিল মাহমুদ মঈন ও ইবাদুর রহমান প্রমুখ।
জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট ২০০১ সাল থেকে মোগলাবাজার তথা বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। অদ্য মোগলাবাজার এলাকার ৪টি স্থানে এগারশত অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে (চাল, ডাল, পিয়াজ, লবণ, সোয়াবিন তেল, আলু, ও আটা) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সিলেট নগরীর বিভিন্ন স্থানে ও দক্ষিণ সুরমা উপজেলা প্রত্যেকটি ইউনিয়নসহ সুবিধাবঞ্চিত জনসাধারণের বাড়ি বাড়ি গিয়ে সর্বমোট দুই হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain