গোয়াইনঘাট। প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে স্থানীয় ফটোগ্রাফারদের মাঝে শৃঙ্খলা ফেরাতে ট্যুরিস্ট পুলিশের এক সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যটন কেন্দ্রের ফটোগ্রাফারদের কঠোর শৃঙ্খলার মধ্যে আনার লক্ষ্যে জাফলং ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে জাফলংয়ের বল্লাঘাট পিকনিক সেন্টার মাঠে পর্যটন সংশ্লিষ্ট ফটোগ্রাফার ও মালিক সমিতির সদস্যদের নিয়ে দর্শনার্থীদের সাথে ভালো আচার-আচারণের নতুন নীতিমালার ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইউনিট ইনচার্জ ওসি মো. রতন শেখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ট্যুরিস্ট পুলিশের এসআই মোহাম্মদ আলী, গোয়াইনঘাট থানা পুলিশের এসআই আব্দুল আহাদ, এএসআই মশিউর রহমান
পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য শেরগুল গোসাই, জাফলং পর্যটন ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফটোগ্রাফার সংগঠনের সভাপতি নিলয় পারভেজ সোহেল, সম্পাদক রাজু আহমেদ। এ ছাড়াও সভায় অন্যান্যের মধ্যে ট্যুরিস্ট পুলিশের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।