অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী লাক্কাতুরা চা বাগান শাখার ৩য় সম্মেলন ও কমিটি গঠিত হয়েছে। দুই বছরের জন্য ১৭ (সতের) সদস্যের নতুন কার্যকরী কমিটির সভাপতি হিসেবে আছেন সাজন লাল গোয়ালা, সাধারণ সম্পাদক কাজল গোয়ালা, কোষাধ্যক্ষ ঋত্বিক গোয়ালা।
শনিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় লাক্কাতুরা বাগানে উদীচী লাক্কাতুরা শাখার ৩য় সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিক বলেন, সামাজিক বৈষম্য প্রতিরোধে সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য। পুঁজিবাদী এ সমাজে ধনাঢ্যরা আরও বেশী ধন সম্পদের মালিক হচ্ছে। গরীবের রক্ত শোষনের সীমা অতীতের সকল সীমাকে ছাড়িয়ে গেছে। এই অরাজকতার মাধ্যমে সৃষ্ট সামাজিক বৈষম্য প্রতিরোধে সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য।
সাধারণ সম্পাদক কাজল গোয়ালার সঞ্চালনায় সাজন লাল গোয়ালার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার কার্যনির্বাহী সদস্য দেবব্রত পাল মিন্টু, সহ-সাধারণ সম্পাদক ধ্রুব গৌতম, দপ্তর সম্পাদক সন্দ্বীপ দেব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার কোষাধ্যক্ষ সন্দ্বীপ দাশ, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক স্বর্ণা গোয়ালা, পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের ছাত্রনেতা মাহদী হাসান আরমান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী লাক্কাতুরা শাখার সদস্য জীবন গোয়ালা, জয়া গোয়ালা রবিন রায়, চন্দন রায়, প্রতিমা লোহার, প্রতিমা পাল প্রমূখ।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি প্রতিমা পাল, সহ সভাপতি প্রতিমা লোহার, সম্পাদকমন্ডলীর অন্যান্য সদস্যরা হলেন জীবন গোয়ালা, জয়া গোয়ালা, পিংকি লোহার, দীপা দাস, মিতা গোয়ালা ও মিঠুন দাস। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অনুপমা লোহার, সঞ্জয় মাহালি, রবিন রায় ও চন্দন রায়। নব নির্বাচিত কমিটি শাখার অন্যান্য সদস্যদের কার্যক্রম মূল্যায়নপূর্বক যে কোন দুই জনকে কমিটির অন্তর্ভূক্ত করতে পারবেন।
সম্মেলনের প্রধান অতিথি এনায়েত হাসান মানিক নবনির্বাচিত কমিটিকে অনুমোদন প্রদান করেন এবং শপথ বাক্য পাঠ করান।