অনুসন্ধান নিউজ :: নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন চেয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। (২৪ মার্চ বৃহস্পতিবার) বাংলাদেশ হিন্দু বৌদ্ধা খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে লিখিত স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করেন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করা। অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন বাস্তবায়ন। পার্বত্য শান্তিচুক্তি ও পাবত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের যথাযথ বাস্তবায়ন করা এবং সমতলের সংখ্যালঘু জাতিসত্ত্বাসমূহের ভূমি রক্ষায় স্বতন্ত্র ভূমি কমিশন এবং রাষ্ট্রীয় প্রজাসত্ত্ব আইনের ৯৭ ধারায় কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হোক। এতদ্ব্যতীত সংখ্যালঘু-আদিবাসী মন্ত্রণালয় গঠন করা হোক।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, সিলেট মহানগর ঐক্য পরিষদের সহ-সভাপতি ডিকন নিঝুম সাংমা, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল, সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দেব, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন ঘোষ, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, এডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য্য, সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, সিলেট মহানগর ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট দেব্রবত চৌধুরী লিটন, যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট বিভাভষু গোস্বামী বাপ্পা, নিরঞ্জন চন্দ্র চন্দ, সিলেট জেলা ঐক্য পরিষদের উত্তম ঘোষ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ধনঞ্জয় দাস ধনু, শ্যামল চন্দ্র দে, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য রকি দেব, রবিন জোহর দাস, দক্ষিণ সুরমা হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অপন দাস, মাইকেল রঞ্জন বিশ্বাস। বিজ্ঞপ্তি