অনুসন্ধান নিউজ :: সিলেটের গোয়াইনঘাট মাতুরতল বাজার হাতিরখাল উত্তর বন্ধন সোসাইটির উদ্যোগে আয়োজিত দিন ব্যাপি ইসলামী মহা সম্মেলন সম্পন্ন হয়েছে। (২২ মার্চ) মঙ্গলবার হাতিরখাল উত্তর টাওয়ার সংলগ্ন মাঠে বেলা ২টা থেকে ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলন পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। কুরআন ও হাদিস থেকে আলোচনা করেন, বাংলাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন জামিয়া দক্ষিণ গাছ মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা শরীফ উদ্দিন ও বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা কামাল উদ্দিন আনসারী।
হযরত মাওলানা সাইফুল হকের ১ম ধাপে ও মো. নুরুল ইসলামের ২য় ধাপে যৌথ সভাপতিত্বে হাতিরখাল উত্তর বন্ধন সোসাইটির সভাপতি আক্তারুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হযরত মাওলানা হরমুজ উল্লাহ, হযরত মাওলানা ইবাদুর রহমান, হযরত মাওলানা সোহেল আহমদ সাদি, হযরত মাওলানা ইনামুল হক।
সভা মঞ্চে এসে অনুষ্ঠানকে আরো সৌন্দর্য্য মন্ডিত করেছেন প্রবীন মুরব্বী আতাউর রহমান, হযরত মাওলানা মাসুক আহমদ, হযরত মাওলানা আলাউদ্দিন, হযরত মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আশিক আহমদ প্রমূখ।
সম্মেলনে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সম্মেলনের প্রধান অতিথি হযরত মাওলানা শরীফ উদ্দিন। সম্মেলনের দ্বিতীয় পর্বে নাশিদ সন্ধায় গজল পরিবেশনা করেন ঐতিহ্যবাহী কানাইঘাটের নীল দিগন্ত শিল্পী গোষ্ঠির গাজিল মাছুম বিল্লাহ, হাফেজ শফিক উদ্দিন, গাজিল শামছ উদ্দিনসহ আঞ্চলিক গাজিল বৃন্দ।
সম্মেলনে হাতিরখাল, জয়নগর, রাজনগর, পান্তুমাই, ভাদেশ্বর, ইসলাম আবাদ, প্রতাপপুর, তারুখাল, গোয়াইনঘাট উপজেলার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান তৌহিদী জনতা অংশগ্রহন করেন। বিজ্ঞপ্তি