 
																
								
                                    
									
                                 
							
							 
                    অনুসন্ধান নিউজ :: বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিলেট জেলা বিএনপি।
রবিবার রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এড.এমরান আহমদ চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘রাতের অন্ধকারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা লিলু মিয়ার উপর সন্ত্রাসীরা হামলা করে। লিলু মিয়ার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি ।’
উল্লেখ্য গত শুক্রবার ০১ এপ্রিল রাতে বিশ্বনাথ থেকে সিলেটে ফেরার পথে এক সন্ত্রাসী হামলার শিকার হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান লিলু মিয়া