শিরোনাম :
সিলেটে বুলডোজার দিয়ে ভাঙা হলো শেখ মুজিবের ম্যুরাল বিজিবি অভিযানে ১কোটি ২১ লক্ষ টাকার চোরাচালান জব্দ গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডার গার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন বিএনপি নেতা তারেক কালামের জানাযায় মানুষের ঢল বিজিবি-বিএসএফ সম্মেলনে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করছে মার্কিন দূতাবাস ব্যাপক সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে কমিশন সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে সংবর্ধনা ৩১ দফা হলো জাতীয় রূপরেখা গঠনের নতুন দিগন্ত: সাহেদ আহমদ

দরিদ্রদের মধ্যে সিলেটের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ইফতার বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, আওয়ামী লীগ দেশের উন্নয়ন ও দরিদ্র, বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন এবং কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দরিদ্রদের মধ্যে মহানগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ইফতার বিতরণ প্রশংসনীয় উদ্যোগ। তিনি এই ওয়ার্ডের মত সকল নেতাকর্মীদের দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
অধ্যাপক জাকির হোসেন ২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে নগরীর মুন্সিপাড়া গলির সামনে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আরিফ আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোয়েব বাছিত এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, উপ প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্য এডভোকেট জাহিদ সারোয়ার সবুজ, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিসিকের ৩নং ওয়ার্ডের সংরিক্ষত কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ৩নং ওয়ার্ডের সিনিয়র সদস্য বদরুল ইসলাম লস্কর রাজু, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগে সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল কবীর, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আল মামুন বাবলু, তথ্য ও গবেষণা সম্পাদক শামসুদ্দিন, সিনিয়র সদস্য আব্দুর রব হাজারী, রাশিদ মিয়া, এরশাদ আলী, মোঃ শেকু মিয়া, জাফর মিয়া, ৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার নীলু, সাংগঠনিক সম্পাদক সনি, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ তারেকুর রহমান শরীফ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা নাহিদ, সাইফ, সাঈদ, রিপন, রায়হান, ফাহাদ, সাত্তার, আমিন প্রমুখ।
অনুষ্ঠানে কয়েক শতাধিক রোজাদার ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, মানবিক সহ সকল কাজের মাধ্যমে এই সংগঠন বহিবিশ্বে সুনাম অর্জন করেছে। সেই সুনাম ধরে রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain