অনুসন্ধান নিউজ :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেটের কৃতি সন্তান আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি মো: জিল্লুর রহমান।
(৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় তিনি বলেন, আবুল মাল আব্দুল মুহিত ছিলেন একজন পরিচ্ছন্ন ও সৎ রাজনীতিবিদ ছিলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে মুহিতের মতো সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদের খুব প্রয়োজন ছিল। আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যু সিলেটের জন্য অতুলনীয় ক্ষতি। যা কখনও পুরণ হবার মতো নয়। তিনি মহান আল্লাহর কাছে সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত কে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা করেন।