শিরোনাম :
সিলেটে সাধারণ মানুষের মাঝে ৭ টাকায় ইফতার বিতরণ রোজাদারদের মধ্যে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের ইফতার বিতরণ বিশ্বনাথের লামাকাজি ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পবিত্র রমজান মাসে আমাদেরকে আত্মশুদ্ধিকরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্ঠা করতে হবে–রেজাউল করিম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে: কয়েস লোদী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিলে-এডভোকেট জুবায়ের গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১২ কোটি টাকার চোরাচালান জব্দ সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগ প্রজেক্ট “পান্থশালা”র আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন সম্প্রীতির বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে রোজাদারদের নিয়ে ইফতার পার্টিতে ডা. অভি রঞ্জন বড়ুয়া

সিলেটে কুমারগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ-আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মহানগরীর কুমারগাঁওয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মুন্নাকে ( ৪৫) আটক করেছে জালালাবাদ থানাপুলিশ। মুন্না কুমারগাঁও এলাকার মৃত আহসান আলীর ছেলে। সোমবার (৯ মে) সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে এলাকার কিছু মানুষ এ ঘটনায় ভিকটিমের পরিবারের সঙ্গে বিষয়টির মীমাংসা করে নিতে চাচ্ছেন। তবে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। তারা দোষীকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে চায়।

ভিকটিম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন। ভিকটিমের বাবা সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ধর্ষণের বিষয়টি কে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কুমারগাঁও এলাকার একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর পরিবার। সোমবার সকাল ৭টার দিকে কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন মুন্না। পরে বিষয়টি জানাজানি হলে বেলা ২টার দিকে ভিকটিমের বাবা জালালাবাদ থানায় গিয়ে মৌখিকভাবে পুলিশের কাছে অভিযোগ দেন। অভিযোগ পেয়েই বেলা আড়াইটার দিকে পুলিশ মুন্নাকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে, অভিযুক্তকে আটকের পর স্থানীয় কিছু লোক ভিকটিমের বাবাকে ফুসলিয়ে বিষয়টি আপসে মীমাংসার চেষ্টা করেন। এ রিপোর্ট লেখা (রাত ১০টা) পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের করা হয়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন সোমবার রাতে কে বলেন, যেখানেই অন্যায়, নির্যাতন সেখানেই পুলিশ তৎপর। তার উপর এখানে একজন প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতন করা হয়েছে। তদন্তসাপেক্ষে দোষীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি নাজমুল হুদা খাঁন

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain