অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত সিলেট মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মো. নজরুল ইসলাম বাবুল ও সদস্য সচিব আব্দুল শহীদ লস্কর বশির এবং যুগ্ম আহবায়ক আব্দুর রহমান বারাকাত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
(১০ মে) মঙ্গলবার নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় বলেন, দলকে সু-সংগঠিত করতে এবং মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়ন করতে সিলেট মহানগর জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।