অনুসন্ধান নিউজ :: ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র সদস্য ও এশিয়ান টিভির ভিডিও জার্নালিস্ট বদরুর রহমান বাবরের পিতা মোহাম্মদ ফজলুল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইমজা নেতৃবৃন্দ।
ইমজার সভাপতি মঈন উদ্দিন মনজু ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শনিবার সকালে নগরীর একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিঁনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বাদ আসর নগরীর নয়াসড়ক জামে মসজিদে জানাজা শেষে মানিকপীর টিলায় তাঁর দাফন সম্পন্ন হয়।